নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সোনারগাঁও হোটেলে সকালবেলাতেই চমক। গ্যারি কারস্টেনের খুদে বার্তা পেয়ে হাজির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের জন্য কোচ খুঁজছেন কারস্টেন। সেই সঙ্গে চলছে জাতীয় দলের পর্যালোচনা। নিজের কাজের অংশ হিসেবেই গতকাল সালাউদ্দিনকে ডেকেছিলেন তিনি। দুই কোচের সাক্ষাৎকার পর্বটি গড়িয়েছে প্রায় ৩০ মিনিট।
বাংলাদেশের জন্য কোচ খোঁজার যে অভিযানে নেমেছেন এই দক্ষিণ আফ্রিকান, জাতীয় দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলা সেটিরই অংশ। সাকিবসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্ক গুরু-শিষ্যের। সাক্ষাৎকার শেষে সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। তিনি বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের ব্যাপারে জানতে চেয়েছেন। আমার ব্যাপারেও জিজ্ঞেস করেছেন তিনি।’
নতুন প্রধান কোচ নিয়োগের ব্যাপারে পরামর্শ দেওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটের ভেতরটা বুঝে নিচ্ছেন কারস্টেন। বোর্ড, কোচ ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান বোঝার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতি।
বাংলাদেশের ক্রিকেটের পরামর্শক হিসেবে কাজ করা কারস্টেন ঢাকায় আসেন গত রোববার রাতে। গতকাল হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, নতুন কোচ খোঁজা ছাড়াও বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য কিছু রূপরেখাও দেবেন তিনি, ‘আমি এখানে এসেছি বাংলাদেশের ক্রিকেটের ভেতরটা দেখতে। এখানে এসে আমি ভীষণ রোমাঞ্চিত। আমার কাজ হল এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেরা একজন কোচ খুঁজে বের করা।’
গতকাল দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার, দুই ক্রিকেটার সাব্বির রহমান ও সৌম্য সরকার এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলেন কারস্টেন। তার আগের দিন দলের তিন সিনিয়র মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের সঙ্গে কথা বলেন তিনি, ‘আমি সবার সঙ্গে কথা বলে বুঝতে চেয়েছি, আগে কারা ভালো কাজ করেছেন। আমি জানি, চন্ডিকা (হাথুরুসিংহে) দলের জন্য ভালো কাজ করেছেন। আমি বুঝতে চেয়েছি, ওই সময় দলের জন্য তা ভালো হয়েছে কি না। আমার মনে হয়, আমি ভেতরটা কিছুটা বুঝতে পেরেছি। কোনো একজনকে দ্রæত বেছে নিতে হবে। কারণ, আপনারা জানেন (কোচ ছাড়া) অনেক দিন হয়ে গেল। হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ পাওয়া যাবে।’
কিছু দিন আগেই বাংলাদেশে তিন সংস্করণে ছিল তিন অধিনায়ক। এবার তিন সংস্করণে তিন কোচ নিয়োগের একটি অভূতপূর্ব ব্যাপার ঘুরছে কারস্টেনের মাথায়, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি। এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। আধুনিক ক্রিকেট যেভাবে চলছে তাতে দলের কোনটাতে লাভ হয় সেটা দেখতে হবে। সামনে বিশ্বকাপ আছে এটাও মাথায় রাখতে হচ্ছে। এটাই মূল মনোযোগের বিষয়। বিশ্বকাপ সামনে রেখে সেরা কোচ বেছে নেওয়াই আমাদের লক্ষ্য হবে।’
বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য ভালো করেই জানেন কারস্টেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার মনে করেন, মানানসই একটি কোচিং স্টাফ পেলে এই দলটি আন্তর্জাতিক ক্রিকেটে যাবে অনেক দূর, ‘আমার মনে হয় বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে। সা¤প্রতিক তাদের ভালো সাফল্য আছে। কয়েকজন সিনিয়র ও প্রতিভাবান তরুণদের মিশেলে চমৎকার একটা দল আছে তাদের। মানানসই কোচিং স্টাফ যুক্ত করলে কোনো সন্দেহ নেই, সর্বোচ্চ পর্যায়ে তারা লড়াই করবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।