Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিমানের অবতরণ
ইনকিলাব ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিক ও তাদের পরিবারকে বহনকারী প্রথম বিমানটি রোববার মস্কোর ভিনুকভো বিমান বন্দরে অবতরণ করেছে। বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এএফপি জানায়, যুক্তরাষ্ট্র থেকে ৪৬ জন কূটনীতিক ও তাদের পরিবার নিয়ে দ্য টু ৯৬ জেট বিমান মস্কোয় ফিরেছে। গতকাল রোববার দিনের শেষে অপর একটি বিমান মস্কোতে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। এএফপি।

গভর্নরের পদত্যাগ
ইনকিলাব ডেস্ক
রাশিয়ায় সম্প্রতি একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কেমেরোভো অঞ্চলের দীর্ঘদিনের গভর্নর আমান তুয়েইয়েভ রোববার পদত্যাগ করেছেন। অগ্নিকান্ডের ওই ঘটনায় অন্তত ৬৪ জন মারা গেছে, যার অধিকাংশই শিশু। গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘কেমেরোভো অঞ্চলের গভর্নর আমান তুলেইয়েভ পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করা হয়েছে।’ তুলেইয়েভ ১৯৯৭ সাল থেকে ওই অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন। এএফপি।

১২৫ শরণার্থী উদ্ধার
ইনকিলাব ডেস্ক
লিবিয়ার জুয়ারা নগরীর উপকূলে ইউরোপ যাওয়ার রুটে গত শনিবার দেশটির নৌবাহিনীর সদস্যরা ১২৫ অবৈধ শরণার্থীকে উদ্ধার করেছে। জুয়ারা ত্রিপোলী থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। লিবীয় নৌবাহিনীর কমান্ডার কর্ণেল আবো-আজেলা আমার বলেন, ‘টহল দেয়ার সময় নৌবাহিনীর একটি জাহাজ থেকে ২৫ কিলোমিটার উত্তরে শরণার্থীবাহী নৌকাটি থেকে উদ্ধার করার জন্য সহায়তা চাওয়া হয়। নৌকাটি থেকে ১২৫ আফ্রিকান নাগরিককে উদ্ধার করা হয়।’ সিনহুয়া।

৫ পুলিশ কমান্ডার
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলা কর্তৃপক্ষ রাজ্যের একটি পুলিশ সদর দপ্তর কারাগারে ভয়াবহ অগ্নিকান্ডে জড়িত থাকার সন্দেহে পাঁচ পুলিশ কমান্ডারকে গ্রেফতার করেছে। ভয়াবহ ওই অগ্নিকান্ডে ৬৮ নাগরিক নিহত হন। গত শনিবার দেশটির প্রধান কৌঁসুলী তারেক উইলিয়াম সাব এ কথা জানিয়েছেন। বুধবার ভেনিজুয়েলার তৃতীয় বৃহত্তম নগরী ভেলেনসিয়ার প্রধান পুলিশ স্টেশনে এই অগ্নিকান্ড ঘটে। এই ঘটনায় দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতিসংঘে বিষয়টির নিন্দা জানিয়েছে। এএফপি।

অগ্নিকান্ডে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : বেইজিংয়ে একটি বৈদ্যুতিক বাইকের দোকানে রোববার ভোরে এক অগ্নিকান্ডে চারজন মারা গেছে। পৌরসভা দমকল বিভাগ একথা জানিয়েছে। হাইদিয়ান জেলায় স্থানীয় সময় রাত ১টা ২৩ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত দুটোর কিছু আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ