নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম উইকেন্ড ক্রিকেট ক্লাব আয়োজিত স্থানীয় ক্রিকেট উৎসব ও আর নিজাম ক্রিকেট ফেস্ট আজ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে। সিক্স এ সাইড এ টুর্ণামেন্টে আটটি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ লীগ শেষে দলগুলো কাপ, প্লেইট এবং বল এ তিন বিভাগে প্রতিযোগিতা হবে। দুই দিনব্যাপী এ ক্রিকেট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের দুই সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল ও শহীদুর রহমান। গতকাল এক সাংবাদিক সম্মেলনে টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান সুলতানুল আবেদীন চৌধুরী এ তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে টুর্ণামেন্টের সদস্য ফজলে আহসান খান টিটু, শাকিল আবেদীন, ফজলে রাব্বি খান সাজ্জাদ, ডাঃ অলোক নন্দী, আবুল হাশেম রাজা ও মনজুরুল হক মনজু উপস্থিত ছিলেন। এবারের টুর্ণামেন্টে বাজেট নেয়া হয়েছে ছয় লক্ষ টাকা। টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর ওবায়েদ আর নিজাম। প্রতিটি দলে সাবেক খেলোয়াড় চারজন এবং বর্তমান খেলোয়াড় দুইজন খেলতে পারবে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ব্যাংকারস ক্লাব, চিটাগাং বুলস, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, র্যাংকস এফ সি ওয়ারিয়ার্স, রিলায়েন্স স্পোর্টস, রিগালো, ও আর ওয়ারিয়ার্স ও টু এম গ্রæপ। আগামীকাল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।