বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ঘাটাইলে হেকমত আলী (৪০) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছে । দুর্বৃত্তরা তাকে গলা টিপে হত্যা করে লাশ বাড়ির সংলগ্ন পুকুরের ধারে রেখে যায়।
বুধবার উপজেলার যুগিহাটি গ্রামে এ খুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যুগিহাটি গ্রামের ইনছান আলীর ছেলে নির্মাণ শ্রমিক হেকমত গতকাল মঙ্গলবার রাত অনুমান সাতটায় রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও খুজে পায়নি।
বুধবার ভোরে হেকমত আলীর ভাবী মালিদা পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পুলিশ ও পরিবারের লোকজন জানায় তার গলা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এলাকাবাসীর জানায়, হেকমত স্থানীয় যুগিহাটি বাজারে রাত ১০/১১ টা পর্যন্ত টিভি দেখে চলে যায়। তার জুয়া খেলার অভ্যাস ছিল । তাদের ধারণা জুয়া খেলাকে কেন্দ্র করে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সে খুন হয়ে থাকতে পারে ।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মো. মহি উদ্দিন পিপিএম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। মামলার তদন্ত কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।