Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের পদাবলী

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ফজল শাহাবুদ্দীন
রাত্রির কাছে

একদিন সে এলো আমার ঘরে
গভীর রাত্রিকে অতিক্রম ক’রে সে এলো
বললো, আলো’কে সরিয়ে দাও
আমি অন্ধকার চাই
বিপন্ন আমি তাকালাম ওর দিকে, কেন ?
সে শুধু স্মিত হাস্যে গভীর হলো
এবং তাকালো আকাশের ওপারে
স্বপ্নের মতো উচ্চারিত হলো তার কণ্ঠ
দেখছো না অন্ধকার কেমন নগ্নতায় ভরা
কেমন সুদূর আর গভীর
এই অন্ধকারে আমি যেতে পারি
তোমার রক্তের ভেতরে তোমার আত্মায়
আমি তাকালাম ফিরে, দেখলাম
সারা আকাশ
গভীর কৃষ্ণ এক শূন্যতায় ভরা
সে হাসলো আবার, বললো
চলো যাই অন্ধকারের ভেতর রাত্রির কাছে
চলো যাই তুমি আমি।


শাহীন রেজা
তবুও তাকাই

তবুও তাকাই
তাকাতে তাকাতে চোখ ঘোলা হয়, দৃষ্টিবিভ্রম!
নীল চোখ রমণীকে দেখি না কোথাও
শুধু জলের ছাটের নিচে উদ্ভিন্ন কিছু ;শেমিজ বিস্ময়
প্রতিটি বৃষ্টি শেষে দৃষ্টিরা কাদা হয়,ভেজা ভেজা
লন্ঠন হাতে নিয়ে কৃষকেরা ফেরি করে বীজ
তবুও তাকাই
বীজচিহ্ন আঁকি মাঠে মাঠে জলসংগমে
অংকুরে ফুটে ওঠে ঘননীল জলের শেমিজ
জল দেখি, বৃক্ষের বেড়ে ওঠা, মেঘেদের খুনসুটি;
ডাহুক ময়ূর দেখি স্বপ্নের জলকেলী
কতো রঙ, কদমের ফুটে থাকা
শুধু তোমাকে দেখি না
নীল চোখ রমণীরা কেবলই পালায়, পালিয়ে থাকে
শালিকের দৃষ্টি থেকে ফসলেরা নিজেদের যেভাবে লুকায়।

হাসান ইকবাল
পোস্টমর্টেম

নিজের সাথে নিজেরই বোঝাপড়া
আলো আঁধার,আদি অন্ত,ভালো মন্দ
বিশদ ব্যাখ্যাা বিবরণ,চুলচেরা বিশ্লেষণ
মুখ নাকি মুখোশ,সত্য নাকি মিথ্যা
হোক না এবার প্রতীক্ষিত পোস্টমর্টেম।
বসন্তের বর্ণালী বলিরেখা,ঝলমলে রোদ্দুর
ভুলে ভরা হিসাবের রৈখিক রোজনামচা
হোক না তারও মূলোৎপাটন।
জলে ভেজা পূর্ণিমা,নন্দনের অমৃত কথন
নিসর্গের নাড়ি নক্ষত্র,অপ্রাপ্তির সাতকাহন
হোক না এবার পরিপূর্ণ পোস্টমর্টেম।

আনোয়ারুল ইসলাম
আলোর প্রত্যাশা

অবেলায় পথ ভুলে বসে আছি নদী ক‚লে
পারের আশায়,
হারানো দিনের কথা জাগায় যে ব্যাকুলতা
নিরব ভাষায়।
কড়ি যদি থাকে সাথে পার হ’তে অমা রাতে
নেই কোন ভয়,
আগুনের নীল শিখা হবে না তো বিভীষিকা
তবু নিশ্চয়।
দু’দিনের দেয়া নেয়া ফেলে যাবে ভাঙা খেয়া
হৃদয় আকুল,
তাই বুঝি এই মনে ঝরে পড়ে ক্ষণে ক্ষণে
ব্যথার মুকুল।
স্মৃতিময় ¯্রােতধারা হয়ে আজ পথহারা
খুঁজে ফেরে দিশা,
আঁখি জলে ভেসে ভেসে ফুরাবে যে অবশেষে
ছলনার তৃষা।
বেলা যায় সাঁঝ নামে কিনি মেকি বেশি দামী
সমুখে আঁধার,
অজানার আহবানে ছোটে মন সবখানে
কে বলো কাহার!
ধন নয় মান নয় ও যে শুধু অপচয়
জেনে সব কিছু,
তবুও দিবস রাতি হয়ে তার চিরসাথী
ছুটি পিছু পিছু।

ভুল যদি ক’রে থাকি এ নিজেকে দিয়ে ফাঁকি
করো তবে ক্ষমা,
শূন্য খাতার বুকে লেখনীর মহাসুখে
আলো করো জমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদাবলী

২৯ জুলাই, ২০২২
২৫ মার্চ, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
২৬ মার্চ, ২০২১
১৬ ডিসেম্বর, ২০২০
১৫ মে, ২০২০
১৬ এপ্রিল, ২০২০
২০ সেপ্টেম্বর, ২০১৯
১৩ সেপ্টেম্বর, ২০১৯
৩১ আগস্ট, ২০১৮
২৫ আগস্ট, ২০১৭
১৮ আগস্ট, ২০১৭
১৫ জুলাই, ২০১৬

আরও
আরও পড়ুন