Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া ও এফবিআই’র কারণে নির্বাচনে হেরেছি : হিলারি

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন নির্বাচন পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ১০০ দিন পার হলেও নির্বাচন নিয়ে এখনো আলোচনা থামেনি। নির্বাচনে পরাজয় নিয়ে এবারে খোলামেলা কথা বলছেন হিলারি ক্লিনটন। নিউইয়র্কের ওয়ার্ল্ড সামিটের এক অনুষ্ঠানে মিস ক্লিনটন বলেছেন, নির্বাচনের প্রচারাভিযান নিয়ে তিনি একটি বই লিখছেন। সে বইয়ের জন্য মিস ক্লিনটন তার নির্বাচনে পরাজয়ের কারণ চিহ্নিত করার জন্য ব্যাপক গবেষণা করেছেন। তিনি বলেন, তার নির্বাচনী প্রচারাভিযানে চ্যালেঞ্জ, সমস্যা এবং ঘাটতি ছিল। নির্বাচনে পরাজয়ের জন্য মিস ক্লিনটন তৎকালীন এফবিআই ডিরেক্টর জেমস কমি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ি করেছেন। মিস ক্লিনটন দাবি করেন, তিনি নির্বাচনে জয়ের পথে ছিলেন। কিন্তু অক্টোবরের ২৮ তারিখে তৎকালীন এফবিআই ডিরেক্টরের চিঠি এবং রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি। গত বছরের অক্টোবরে তৎকালীন এফবিআই মার্কিন কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইলের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ২০১৬ সালের অক্টোবরের ২৭ তারিখে নির্বাচন হলে জয়লাভ করা সম্ভব হতো বলে মনে করেন হিলারি ক্লিনটন। মিস ক্লিনটন বলেন, তার নির্বাচনী প্রচারণার শেষ ১০দিনে সব কিছু পাল্টে যায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় একটি দলের হয়ে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করেন। সেটিও তার পরাজয়ের জন্য একটি বড় কারণ হতে পারে বলে মন্তব্য করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটা সত্যি। নারীদের প্রতি বৈষম্য রাজনীতি, সমাজ এবং অর্থনীতির একটি অংশ। তার নির্বাচনে জয়লাভ করা নারী অধিকারের জন্য বিশ্বড়–ড়ে একটি বড় বিষয় হতে পারতো বলে মিস ক্লিনটন মনে করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন হিলারি ক্লিনটন। তিনি বলেন উত্তর কোরিয়ার মিসাইল এবং পারমাণবিক কার্যক্রম বন্ধের জন্য একটি আঞ্চলিক সহযোগিতা দরকার। প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে মিস ক্লিনটন বলেন, কোনো এক সকালে শুধু কিছু টুইটারে বার্তা লিখে এ সমস্যার সমাধান করা যাবে না। হিলারি ক্লিনটন বলেন তিনি এখন একজন সক্রিয় নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যেসব ভুল নীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলবেন। অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগ করা যুক্তরাষ্ট্রের পক্ষে একা সম্ভব নয়। এজন্য অন্যান্য দেশের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন বিগত নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। কিম জং উনের পূর্বসূরীদের নাম উচ্চারণ করে তিনি বলেন, দেশটির ঔদ্ধত্যের ইতিহাস পুরনো। তাদের সঙ্গে এর আগেও বেশ কয়েকবার সমঝোতার চেষ্টা হয়েছে। গত মঙ্গলবার সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই বিষয়বস্তুকে কেন্দ্র করে হিলারি বলেন, নারী এবং শিশুদের উপর আঘাত এলে তা সবার উপরই আঘাত। স¤প্রতি সিরিয়ায় যে মার্কিন মিসাইল হামলা চালানো হয়েছিল এর প্রতি সমর্থন রয়েছে জানিয়ে হিলারি বলেন, আমি এই আক্রমণকে সমর্থন করেছিলাম, জনসমক্ষে না করলেও ব্যক্তিগতভাবে করেছিলাম। সিএনএন, বিবিসি।



 

Show all comments
  • younous ৪ মে, ২০১৭, ১২:০৬ পিএম says : 0
    amar kase serokom mone hosse
    Total Reply(0) Reply
  • Ali Akber Sumon ৪ মে, ২০১৭, ১২:১৩ পিএম says : 0
    সত্যি কথা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারি

৯ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ