Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্বত আরোহণে ব্যস্ত হিলারি

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে সারা বিশ্বে উৎকণ্ঠা-উত্তেজনা ছড়ালেও স্বাভাবিক জীবনে ফিরেছেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। গত শুক্রবার স্বামী বিল ক্লিনটনের সঙ্গে নিউইয়র্কে হাইকিংয়ে (পর্বতারোহণ) দেখা যায় তাকে। নির্বাচনের ধকল কাটাতে হাইকিংয়ে যাওয়া অপর একজন নারীথ মার্গোট গার্স্টারের ক্যামেরায় ধরা পড়েন তিনি। মার্গোট তার ফেসবুক পোস্টে ছবির সঙ্গে লিখেছেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে খুব মর্মাহত ছিলাম। তাই একটু বিনোদনের জন্য মেয়েকে নিয়ে হাইকিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। নিউইয়র্কে আমার অন্যতম পছন্দের জায়গা হলো চাপাকুয়া। আমরা যখন সেখানে পৌঁছলাম, সবকিছুই খুব সুন্দর লাগছিল। তবে লোকসমাগম প্রায় ছিলই না বলতে গেলে। সেখান থেকে চলে যাচ্ছিলাম আমরা। কিন্তু হঠাৎ দেখলাম হিলারি ক্লিনটন, তার স্বামী বিল ক্লিনটন ও তাদের কুকুর আমাদের মতোই ঘুরতে এসেছে। আমি হিলারিকে জড়িয়ে ধরলাম, কথা বললাম। সিএনএন, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্বত আরোহণে ব্যস্ত হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ