Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভোটের সংখ্যায় এগিয়ে হিলারি

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে এগিয়ে থাকা দুই প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যেগুলোর মধ্যে অধিকাংশের রিপাবলিকান বা ডেমোক্রেট প্রভাবিত অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি আছে। এসব অঙ্গরাজ্যে সাধারণত যে দলের প্রভাব বেশি সেই দলের প্রার্থীই বিজয়ী হন।
যেমন, সাধারণত টেক্সাসকে রিপাবলিকান প্রভাবিত অঙ্গরাজ্য ধরা হয়। নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান প্রার্থী টেক্সাসে প্রচারণা চালিয়ে তার অর্থের অপচয় করেন না এই জন্য যে এখানে তিনি জিতবেন বলেই ধরে নেয়া হয়। অপরদিকে, ক্যালিফোর্নিয়াকে ডেমোক্র্যাট প্রভাবিত অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে এ দলটির প্রার্থীই জিতবেন বলে ধরে নেয়া হয়। তবে এধরনের অঙ্গরাজ্যগুলো ছাড়াও দেশটির আরো কয়েকটি অঙ্গরাজ্য আছে, যেখানে কোনো দলেরই সুস্পষ্ট প্রাধান্য নেই। এসব অঙ্গরাজ্যকে দোদুল্যমান অঙ্গরাজ্য বা প্রচলিত কথায় ব্যাটেলগ্রাউন্ড হিসেবে বিবেচনা করা হয়। অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে এসব অঙ্গরাজ্যের ভোটাররা যে প্রার্থীর দিকে ঝুঁকে পড়েন সেই প্রার্থীই প্রেসিডেন্ট নির্বাচিত হন।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ১৩টি অঙ্গরাজ্যকে ব্যাটেলগ্রাউন্ড হিসেবে শনাক্ত করেছে বিবিসি। এসব অঙ্গরাজ্যগুলো হলো, অ্যারিজোনা, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভ্যানিয়া, ভার্জিনিয়া এবং উইসকনসিন। ৬ নভেম্বরের সর্বশেষ জরিপানুযায়ী এসব রাজ্যগুলোর মধ্যে সাতটিতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ছয়টিতে ডেমোক্রেট প্রার্থী হিলারি এগিয়ে আছেন। ট্রাম্প এগিয়ে আছেনÑ অ্যারিজোনা, জর্জিয়া, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা ও ওহাইওতে। অপরদিকে হিলারি এগিয়ে আছেনÑ কলোরাডো, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভ্যানিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিনে। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সংখ্যার হিসেবে ট্রাম্প এগিয়ে থাকলেও হিলারির এগিয়ে থাকা অঙ্গরাজ্যগুলোতে ভোটার সংখ্যা বেশি। তাই এসব রাজ্যগুলোতে ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যাও বেশি। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • H M Rakib ৮ নভেম্বর, ২০১৬, ১১:৫৮ এএম says : 0
    Welcome হিলারি ক্লিনটন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটের সংখ্যায় এগিয়ে হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ