Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঠিন পথ পাড়ি দিতে হবে হিলারিকে

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমেক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হলে প্রতিবন্ধকতার দুস্তর পথ পাড়ি দিতে হবে তাকে। এমন আভাস দিয়ে পরিস্থিতি বিশ্লেষকরা বলেছেন, ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন ইস্যুতে হিলারিকে রিপাবলিকানদের কঠিন চাপের মুখে পড়তে হবে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কলংকিত নির্বাচন ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। জনমত জরিপ বলছে, এবারের নির্বাচনে মার্কিনিরা সবচেয়ে বেশি বিভক্ত হয়েছে। এজন্য বহুলাংশে দায়ী ডোনাল্ড ট্রাম্প। তিনি বিদ্বেষপ্রসূত বক্তব্য দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। মুসলিম ও অভিবাসীবিরোধী মনোভাব উসকে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের কটাক্ষ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কারও যুদ্ধ বাধলে জাপানিরা সনি টিভি দেখবে। তিনি হিলারিকে জেলে পাঠানোর হুংকার দিয়েছেন, যাকে একনায়কসুলভ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্ট কাউকে জেলে পাঠাতে পারেন না। সেজন্য আলাদা বিভাগ রয়েছে। তাছাড়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে জেলে পাঠানোর রেওয়াজ মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা যায়, পাশ্চাত্যের দেশগুলোর সংস্কৃতি এমন নয়। হিলারিকে তিনি নোংরা ও কুটিল নারী বলে মন্তব্য করেছেন। পরাজিত হলে ট্রাম্প নির্বাচনী ফল মানতে অস্বীকার করেছেন। রাজনৈতিক সংস্কৃতির বারোটা বাজিয়ে হিলারি ও ট্রাম্প বিতর্ক মঞ্চে করমর্দন করা থেকে বিরত থেকেছেন। এখানেই শেষ নয়, নির্বাচনে যে বিষবাষ্প তৈরি হয়েছে তার দুর্গন্ধ আরও বহু বছর দেশটিকে সইতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সিএনএন, ওয়াশিংটন পোস্ট, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঠিন পথ পাড়ি দিতে হবে হিলারিকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ