Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলগুলি : এক সন্ত্রাসী নিহত, আহত-২

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : বান্দরবানে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় এক সন্ত্রাসী নিহত ও আহত হয়েছে ২ শিশু। বান্দরবান সেনা রিজিয়নের জিএসটুআই মেজর মেহেদী হাসান জানান, লামা উপজেলার রূপসী পাড়া থেকে ১৫ কিলোমিটার দূরে নাইক্ষ্যম মুখ মুরং পাড়ায় ১০-১২ জনের এক দল সশস্ত্র সস্ত্রসী চাঁদাবাজির উদ্দেশে অবস্থান করছিল। গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যম মুখ মুরং পাড়ায় অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে সোনাবাহিনীও পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টা ব্যাপী গোলাগুলিতে এক সন্ত্রাসী ঘটনা স্থলে নিহত হয়। এসময় দুই মুই ম মুরং ও মাংচেং মুরং নামে পাড়ার দুই শিশু আহত হয়। তবে নিহত সন্ত্রাসীর নাম জানা যায়নি। আহত দুই শিশুকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান,নিহত সন্ত্রাসীর কাছ থেকে একটি ম্যাকজিন উদ্ধার করা হয়েছে এবং তার পরনে জলপই রং এর পোষাক রয়েছে। নিহত সন্ত্রাসীর লাশ নৌকাযোগে লামা সদরে নিয়ে আসা হচ্ছ বলে তিনি জানান। এদিকে সেনাবাহিনী -সন্ত্রাসী গুলি বিনিময়ের ঘটনার সত্যতা নিশ্চত করেছে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।মানুষ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বান্দরবান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ