Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কলারোয়ার সমবায় সঞ্চয় ও এনজিওর অর্থ জোগানদাতা খুন

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ায় স্থানীয় এনজিও, সঞ্চয়, ঋণদান সমিতি ও ব্যবসায়ী মহলের অর্থ জোগানদাতা শান্তি বিশ্বাস (৪৬) নামে এক পরামাণিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও তার পারিবারিক সূত্র জানায়, নিহত শান্তি বিশ্বাস দ: সোনাবাড়িয়া গ্রামের হাজারী লাল বিশ্বাসের পুত্র। শান্তি বিশ্বাস কলারোয়ার সোনাবাড়িয়া বাজারে চুল কাটার কাজ করত। সোনাবাড়িয়া বাজারে থাকার সুবাদে শান্তি বিশ্বাস ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে স্বল্প সুদে লাখ লাখ টাকা ধার নিয়ে সেই টাকা সে সোনাবাড়িয়া বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় ভুইফোড়ের মতো গড়ে ওঠা সমবায় ও সঞ্চয় সমিতি, এনজিও নামে বেআইনি ঋণদান সংস্থা ও ব্যবসায়ীদের কাছে চড়া সুদে দাদন খাটাতো। এভাবে লোকজনের কাছ থেকে তার (শান্তি বিশ্বাসের) ধারের পরিমাণ কোটি টাকার বেশি বলে স্থানীয়রা জানায়। এই টাকা তার দাদন দেয়া ছিল। সেলুনে চুল- দাড়ি কাটার পাশাপাশি শান্তি এই দাদনের টাকা ও তার সুদের টাকা আদায়ের কাজ করত। গত পরশু সোমবার সে কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে পাওনা টাকা আদায় করতে যায়। সোমবার সন্ধ্যার পর তার পরিবারের লোকজন টেলিফোনে যোগাযোগ করলে সে নিজস্ব লোকের সঙ্গে আছে বলে জানায়। কিন্তু একপর্যায়ে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের লোকজন চার দিকে খুঁজতে বের হয়। কিন্তু রাতে তার কোনো হদিস পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সোনাবাড়িয়া পূর্বপাড়ার লোকজন মাঠে বের হয়ে মল্লার কুড় রাস্তার বাঁশবাগানের পাশে গামছা দিয়ে হাত-পা বাঁধা অচেতন শান্তিকে দেখতে পায়। পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হতে থাকে। এলাকাবাসীর ধারণা, হাত-পা বেঁধে জোর করে তার মুখে বিষ ঢেলে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ