Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটসম্যানদের উপর ক্ষুদ্ধ হাতুরুসিংহে

নেপিয়ারে বাংলাদেশ দল

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামীকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নেপিয়ারে অবতীর্ন হতে হচ্ছে বাংলাদেশ দলকে। চেনা এই ভেন্যুতে সিরিজের প্রথম টি-২০ খেলতে গতকাল নেলসন থেকে নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেপিয়ারে পৌঁছে গতকাল বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। এদিকে নেপিয়ারে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে পেয়েছে সাকিব আল হাসান। গতকাল নেপিয়ার বিমানবন্দরে শিশিরকে স্বাগত জানিয়েছে সাকিব। নেলসন থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে তাদের পরিবার নেপিয়ারে গেছেন।
ওয়ানডে সিরিজের তিন ম্যাচের তিনটিতে বাংলাদেশ দলের হতাশ পারফরমেন্সে ভীষন ক্ষুদ্ধ কোচ হাতুরুসিংহে। বিশেষ করে সেট ব্যাটসম্যানদের কেউ তাদের ইনিংস বড় করতে না পারায় তাদের উপর ক্ষোভটা বেশি হাতুরুসিংহের। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড সফর কভার করতে যাওয়া একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে সেই ক্ষোভের কথাই জানিয়েছেন বাংলাদেশ হেড কোচÑ ‘যারা সেট হয়েও ইনিংস বড় করতে পারেনি, তাদের পারফরমেন্সে বরং আমি বেশি হতাশ। এই সিরিজে দুই দলের মধ্যে পার্থক্য ছিল এটাই। নিউজিল্যান্ডের তিনজন সেঞ্চুরি করেছে। আরেকজনও সেঞ্চুরির কাছাকাছি করেছে। সেখানে একটিও সেঞ্চুরিও নেই আমাদের। তিন-চারটি হাফ সেঞ্চুরি আছে শুধু। শুরুটা ভালো করেও বড় কিছু করতে না পারা হতাশার। সিদ্ধান্ত গ্রহণে অপরিপক্কতার কারণেই এমনটি হয়েছে। নিউজিল্যান্ড দল তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে। সেখানে আমরা ভেঙে পড়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাটসম্যান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ