Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৩:২৭ পিএম

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরতলীর চাউলের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ মোল্লা (৪০) তিনি কুষ্টিয়া পৌরসভার ১২নং ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার আব্দুল জলিল সড়কের মৃত কাশেম মোল্লার ছেলে। এবং অভিযুক্ত আলমগীর কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,পারিবারিক কলহের জেরে আজ সকালে চাচাতো শালা আলমগীর পাথর দিয়ে ঘুমন্ত সিরাজের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী পারভিন খাতুন বলেন, কয়েকমাস আগে আমার স্বামী সিরাজ আলমগীরের স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ হত্যাকান্ডে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ