নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্যামেরুনকে হারিয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছে সুইজারল্যান্ড। গতকাল আল ওয়াকরার আল জানুব স্টেডিয়ামে টুর্নামেন্টের ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারায় ক্যামেরুনকে। প্রথমার্ধের খেলা গোলশূন্য অমিমাংসিত থাকলে ম্যাচের ৪৮ মিনিটে সুইসদের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন তাদের ক্যামেরুনের বংশোদ্ভূত ফরোয়ার্ড ব্রিল এমবোলো।
ম্যাচের শুরু থেকেই দু’দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ম্যাচে প্রায় সমান তালেই খেলেছে ইউরোপ ও আফ্রিকান দেশ দু’টি। তবে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলা হয়েছে সমানে সমান। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ৩০ মিনিটে ক্যামেরুন তাদের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েও কাজে লাগাতে পারেনি। মার্টিন হোংলার শট সুইস গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার সিলভান উইডমার। ৪০ মিনিটে সুইজারল্যান্ডের রুবেন ভারগাসের ক্রসে চমৎকার হেড নিয়েছিলেনন নিকো এলভেদি। দুর্ভাগ্য তার হেডের বল বাইরে চলে যায় সাইডবার ঘেঁষে। বিরতির বাঁশি বাজার আগ মূহূর্তে আরেকটি সুযোগ তৈরি হয়েছিল সুইজারল্যান্ডের সামনে। এবারও উৎস ছিলেন রুবেন ভারগাস। পোস্টের খুব কাছ থেকে নেওয়া ম্যনুয়েল একানজির হেড চলে যায় বাইরে। অবশ্য বিরতির পর খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় সুইজারল্যান্ড। ম্যাচের ৪৮ মিনিটে একটি গোছানো আক্রমণে মাঝমাঠ থেকে আসা বল ডান প্রান্তে ধরে সামনে এগিয়ে নিঁখুত ক্রস করেন জাদরান শাকিরি। দৌড়ে এসে সেই ক্রসের বলে পা লাগাতে কোনো ভুল করেননি ব্রিল এমবোলো (১-০)। গোল হজমের পর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ক্যামেরুন। গোছালো ফুটবল উপহার দিয়ে বারবার হানা দেয় সুইজারল্যান্ড রক্ষণে। এর মধ্যে ৫৭ মিনিটে দারুণ একটা সুযোগও তৈরি করেছিল তারা। এসময় পোস্টের সামনে থেকে এরিক ম্যাক্সিমের শট কোন মতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইজ গোলরক্ষক ইয়ান সোমবার। শেষ দিকে ক্যামেরুনের অলআউট ফুটবলে পাল্টা আক্রমণ থেকে দুইবার ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়েছিল সুইজারল্যান্ডেরও। এর মধ্যে ভালো সুযোগটি ছিল ইনজুরি সময়ে ৫ মিনিটে। হ্যারিস সেফোভিচের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। শেষ পর্যন্ত আর গোলের দেখার পাওয়া যায়নি। ফলে ব্রিল এমবোলোর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। ক্যামেরুনে জন্ম নেওয়া ২৫ বছর বযসী এই ফরোয়ার্ড।এমবোলো ২০১৫ সাল থেকে সুইজারল্যান্ড জাতীয় দলে খেলছেন। ৬০ ম্যাচে ১২টি গোলও আছে তার। কাতার বিশ্বকাপেই এই প্রথম জন্মভূমির বিপক্ষে গোল করলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।