Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদাবলি

| প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

আন্তরিক মৃত্যুবোধ থেকে
অর্ধেন্দু বিশ্বাস
ঝরে পড়ছে শীতের বিবর্ণ পাতা
নিয়ত ঘূর্ণায়মান এই সময়
পার হচ্ছে অসংখ্য আলো আঁধার
বাইরে নদী বয়ে যাওয়ার শব্দ
এসময় কারা অনাবশ্যক বাইরে বেরিয়ে আসছে?
এসময় কারা অহেতুক ভাঙছে নিস্তব্ধতা?
অশ্বত্থ পাতা থেকে ঝরে পড়ছে দু-এক ফোঁটা অশ্রু
তার ক্রন্দন আজ সর্বব্যাপী
মানুষের ক্রমবিবর্তনের থেকে উঠে আসছে
ঝাউ পাতা উঠে আসছে মানুষের জরা
উঠে আসছে মানুষের হাড়ের শব্দ।
কিছু পরে হয়তো ঝড় উঠবে
ভেসে যাবে আমাদের ভয়, জরা ও ক্রন্দন
আমাদের আন্তরিক মৃত্যু বোধ থেকে
জন্ম নেবে পাখি ফুল ও নারী।

 

ফুলটি মোমের ঘোড়া
মাহিরা রুবি
দীর্ঘশ্বাসের ছিপি খুললে খুলে যায় বাতাসের ঝাড়।

ঘাঁই হরিণেরা কেবল জানে,বিকেল উড়ে গেলে উড়ে যায় চিল।
যদি তার ঠোঁট থেকে খসে পড়ে মোমের ঘোড়া--ফোটা ফোটা চুম্বন ফুল--
তবে ঊনপঞ্চাশ ভাঁজে লুকিয়ে রেখ লম্বা কোন নদী
রাত আঁকা আঙুলেরা বোঝেথ
ত্রিভুজ বিচ্ছেদে মৌন তুমি,
বিষন্ন প্রেমিকের মত অজস্র লিরিক।
অথচ অন্ধকার ভেঙ্গে দেখি-----
ডাকনাম হয়ে ফুঁটে আছো তুমি ও তোমার হিজল।

 

আমন্ত্রণ
আবু কওছার
কবে তুমি আসবে বলো আমার আঙিনায়
বসতে দেব হোগলা পাতার নরম বিছানায়
খাইতে দেব বউনুটি আর কাটা নুটে শাক
ঝোলা গুড়ের চিতই পিঠা আরো দেব আখ।
খেওলা জালে চাপন দিয়ে ধরবো বিলের মাছ
ঝায়া-পুটি, শিং-মাগুর খাব প্রতিসাজ
ঢেঁকি ছাটাই বিন্নি ধানের সরু পিঠা পায়েস
খৈই ও মুড়ি খাবে তুমি ভরিয়ে মনের আয়েশ।
আম্র শাখে আম্রপালি কাঁচা মিঠা আম
মাথা নেড়ে ডাকবে তোমায় লিচু, কলা, জাম
গোয়ালেতে দুধের গাভী মাঠে পাকা ধান
ফুলে-ফুলে নাচে ভ্রমর গেয়ে কত গান।
মুগুর দিয়ে ঢিলা পিটাই, সবজি করি চাষ
ছেউতি দিয়ে ভিজাই তারে খাই যে বারো মাস
গোসল করতে খালে গিয়ে চড়বো কলার ভেলা
শাপলা-শালুক খেয়ে শুধু খেলব ডুবু খেলা।
ডিঙ্গি নৌকাই সুন্দরবনে ঘুরবো সারাবেলা
হরিণ বানর খাবে এসে তোমার হাতের কলা
চু-কিত-কিত আর ঘুরণ-চন্ডি খেলবো কত খেলা
সাজের বেলা বসবে মাঠে বন্ধুদের এই মেলা।
কাদা মাটির দেওয়াল গেঁথে খুনতা দিয়ে ছাঁটি
পিটনে পিটা দিয়ে তারে বানাই সুখের ঘাটি
শুতে দেব ভেজা মাটির তৈরী করা খাট
ছেড়া চালের ফাঁকায় শুধু জোনাক-পোকার হাট।
মিটি মিটি তারার আলো লাগবে তোমার গায়
ঘুম পাড়িয়ে দেবে তোমার দক্ষিণা ঐ বায়
রাতের বেলা শিয়াল গুলো ডাকে হুককা হু
ভোর বিহানে ঘুম ভাঙাবে ডেকে কোকিল কূহু।
কবে তুমি আসবে বলো কাশিপুরের গায়
ছায়ায় ঘেরা মায়ায় ভরা আমার আঙিনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদাবলি

২৮ অক্টোবর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২
৯ জুলাই, ২০২২
১ মে, ২০২২
২৯ এপ্রিল, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২১
২৯ নভেম্বর, ২০১৯
১২ এপ্রিল, ২০১৯
৬ জুলাই, ২০১৮
১৪ জুন, ২০১৮
৪ জুন, ২০১৮
২৬ মার্চ, ২০১৮
১৬ ডিসেম্বর, ২০১৭

আরও
আরও পড়ুন