Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে জমি বিরোধে ছুরিকাঘাতে খুন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ৫:৪৪ পিএম

ময়মনসিংহে নগরীতে জমি বিরোধে হাজী আব্দুল বারেক (৬২) নামে এক ব‍্যক্তিকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল বারেক নগরীর ৩২ নং ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকার বাসিন্দা মরহুম হাসেন আলীর ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে চরকালীবাড়ী ময়লাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমির মালিকানা দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ ওই জমিতে হাল চাল করতে গেলে অপর পক্ষ বাঁধা দেয়।

এ সময় হাজী আব্দুল বারেককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে সে গুরুতর জখম হলে হাসপাতালে নেয়ার পর মারা যায়।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ