Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে ৩ দিনে ৩ খুন

কোম্পানীগঞ্জ(সিলেট) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৪:২৮ পিএম

তিন দিনে ৩ খুনের ঘটনা ঘটেছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে। গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত প্রতিদিন একজন করে খুন হয়েছেন। বুধবার জমিসংক্রান্ত বিরোধের জেরে খুন হোন শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মোশাহিদ আলী (৬২), প্রতিপক্ষ ফারুক মিয়াসহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার নভাগী গ্রামে গাছ কাটায় বাঁধা দেওয়ায় প্রতিবেশী মিরাজ উদ্দিনের হাতে খুন হোন জয়নাল মিয়া (৬০)। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে শুক্রবারে জাফর ইমাম (৪২) নামের আরেক জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিলের ভাঙ্গা গ্রামের শহিদ মিয়ার ছেলে। পরিবারের দাবি ২ দিন আগে জাফর ইমামের মামাত ভাই সাদ্দাম হোসেন পূর্ব বিরোধের জেরে মারধর করে জাফর ইমামকে। এতে তার বুকে মারাত্মক আঘাত পান। হাসপাতালে চিকিৎসা নিয়ে জাফর ইমাম বাড়িতে এলে শুক্রবার ভোর ৪টায় তার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে জাফর ইমাম যে ঐ মারামারির কারণে মারা গেছেন তা এখনো বলা যাচ্ছে না। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর মূল কারণ জানা যাবে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাদের লিখিত অভিযোগ দেয়ার কথা। তবে আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। জাফর ইমামের মৃত্যু এটা হত্যা কি না পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। মারামারির ঘটনায় একটি মামলাও রয়েছে। জাফর ইমামের বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ