Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

কালীগঞ্জ(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ৮:৪১ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ঘাতক স্বামীর নাম মতিয়ার রহমান। তাদের দুই মেয়ে রয়েছে। এরমধ্যে এক মেয়ে প্রতিবন্ধি ও এক মেয়ের বিয়ে হয়েছে।

নিহতের প্রতিবেশি হযরত আলী ও আলম হোসেন জাানান, প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে সংসারের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াা হতো। সম্ভত পারিবারিক কলহের জের ধরেই গভির রাতে পিটিয়ে ও কুপিয়ে পারুল বেগমকে হত্যা করে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে আছি। ভোর রাতের দিকে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান তার স্ত্রীেিক লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর সে গুরু অসুস্থ্য হয়ে পড়ে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ