Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাণিজ্য মেলায় স্টল নিয়ে বিরোধ চট্টগ্রামে যুবক খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১১:৩০ এএম

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ নিয়ে বিরোধের জেরে নগরীতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন ।খুনের শিকার মো. মঈনুদ্দিন (৩০) চান্দগাঁও থানার পাঠান্যা গোদা এলাকার আব্দুল মাবুদের ছেলে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।এ সময় আরও একজন আহত হয়। আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পলোগ্রাউন্ডে বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে পিস্তল বাবু। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ২৫ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ