Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ছাত্রলীগকর্মী খুন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ২:৩২ পিএম

ঝালকাঠির নলছিটিতে মেসকাত হাসান তালুকদার (২৭) নামের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে তাঁর বড় ভাই মেহেদী হাসান। রবিবার সকালে শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসায় এ ঘটনা ঘটে। নিহত মেসকাত মৃত আমির আলী তালুকদারের ছেলে। সে নলছিটি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে বাথরুমে পানি না থাকাকে কেন্দ্র করে মেহেদী হাসানের সঙ্গে তাঁর ছোট ভাই মেসকাতের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে জিআই পাইপ দিয়ে মেসকাতকে পিটিয়ে গুরুতর জখম করে মেহেদী। পরে সে নলছিটি থানায় গিয়ে ছোট ভাইকে পেটানোর ঘটনা পুলিশকে বলে আত্মসমার্পণ করে। এদিকে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় মেসকাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনার পরপরই মেহেদী থানায় এসে পুলিশের কাছে জানায়, ছোট ভাই মেসকাত নেশাগ্রস্ত হওয়ায় তাকে জিআই পাইপ দিয়ে এলাপাতাড়িভাবে পিটিয়ে জখম করেছে সে। আমরা তাকে আটক করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ