বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলের সদর পৌরসভায় গ্রাম্য সালিশে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে জুয়েল রানার বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নড়াইল সদর থানার ওসি শওকত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ভাটিয়া গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে ইমাম হাসান রাজু। তিনি নব্য মুসলিম। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের গোলাম রসুলের ছেলে জুয়েল রানা।
জানা গেছে, বেশ কয়েক দিন আগে উভয়পক্ষের মধ্যে গরু নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে সোমবার বিকেলে গ্রাম্য সালিশের মধ্যে মীমাংসার শেষ পর্যায়ে বাগবিতর্কা শুরু হলে জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন আছে। তবে পরিস্থিতি এখন শান্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।