Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমের বলি কলেজ ছাত্র আলিফ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১০:৩০ এএম

কলেজ প্রতিষ্ঠার ৪২ বছরের ইতিহাসে ক্যাম্পাসের মধ্যেই প্রকাশ্যে শিক্ষার্থী হত্যার ঘটনায় হতবাক সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা।

জানা যায়, প্রেমঘটিত শত্রুতার জেরেই প্রকাশ্য দিবালোকে নিজ ক্যাম্পাসে বহিরাগত দুর্বৃত্তরা অনার্স শিক্ষার্থী সৈয়দ আলিফ রোহানকে (২০) খুন করেছে বলে ধারণা পুলিশের। এ বিষয়টি সামনে রেখেই তদন্ত এবং জড়িতদের চিহ্নিত ও আটকের চেষ্টা করছে পুলিশ।

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে খুলনার ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে খুন হন সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান। তিনি ফুলতলার পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহেরের পুত্র। দুই ভাই-বোনের মধ্যে আলিফ ছিল ছোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ