Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে খেয়া নৌকার মাঝি খুন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে এক খেয়া নৌকার মাঝি খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম মনিন্দ দাস(৭০)। তিনি বাঘৈর এলাকার মৃত মরন দাসের ছেলে। তিনি বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপারের কাজ করতেন। এই ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর ৬টার সময় দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়া টিপু মিয়ার বাড়ির সামনে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরন করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. মিলন ফকির জানান, শুক্রবার সকালে চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে থেকে মনিন্দ দাসের লাশ উদ্ধার করি। ধারনা করা হচ্ছে তাকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তার ওপর ফেলে রেখেছে। এ ব্যপারে থানায় মামলা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ