Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় জয়ে দুইয়ে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিল লিভারপুল। দাপুটে ফুটবলে ব্রেন্টফোর্ডকে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল। গতপরশু রাতে অ্যানফিল্ডে ৩-০ গোলে জিতে লিগ টেবিলে দুই নম্বরে উঠেছে লিভারপুল। একটি করে গোল করেছেন ফাবিনিয়ো, অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও তাকুমি মিনামিনো।
তিন ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল লিভারপুল। গত তিন রাউন্ডের দুটিতে তারা ড্র করেছিল টটেনহ্যাম হটস্পার ও চেলসির সঙ্গে। মাঝে হেরেছিল লেস্টার সিটির বিপক্ষে। এমনকি গত সেপ্টেম্বরে প্রথম দেখায় ব্রেন্টফোর্ডের মাঠেও ৩-৩ গোলে ড্র করেছিল অলরেডরা।
২১ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি তিনে নেমে গেল। চেলসির সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিভারপুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ