Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিতে মুখোমুখি লিভারপুল-সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

এফএ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে লিভারপুল। শেষ চারের আরেক ম্যাচে লড়বে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। গতপরশু রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মাঠে দিয়োগো জটার একমাত্র গোলে জেতে লিভারপুল। একই দিন সাউদাম্পটনের মাঠে ৪-১ গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। আর নিজেদের মাঠে এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ক্রিস্টাল প্যালেস।
ম্যাচগুলোর পরই শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়। আগের দিন মিডলসবরোকে ২-০ গোলে হারায় চেলসি। গত আসরের ফাইনালে লেস্টার সিটির বিপক্ষে হেরেছিল টমাস টুখেলের দলটি। চলতি মৌসুমে এরই মধ্যে লিগ কাপ জেতা লিভারপুলের সামনে চার শিরোপা জয়ের হাতছানি। ট্রেবল জয়ের খোঁজে আছে ম্যানচেস্টার সিটি।
আগামী ১৬ এপ্রিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে লড়বে দল দুটি। পরদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে চেলসি। একই মাঠে ১৪ মে হবে ফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিতে মুখোমুখি লিভারপুল-সিটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ