Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সীতাকুন্ড চোরের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন,ছেলেসহ আহত ২

সীতাকুন্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৪:৩৯ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ড ভাটিয়ারী ইউনিয়নে চোরের ছুরিকাঘাতে এক বৃদ্ধ খুন হয়েছে। নিহতের নাম সুলতান আহমেদ(৫৫)। এসময় চোরটিকে ধরতে গিয়ে নিহতের ছেলে মোস্তফা(২৫)ও তার ভাতিজা ইকবাল হোসেন(৩০)ও চোরের ছরিকাঘাতে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক ৫টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ খাদেম পাড়ারার বাসিন্দা মৃত মকবুল হোসেনের ছেলে ট্রাক চালক সুলতান আহমদ অন্যান্য দিনের মত ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে দেখেন একটি চোর ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এসময় সুলতান চোর চোর করে চিৎকার করে অবশেষে চোরটিকে তিনি ধরে ফেললে চোরটি তার ঘাড়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যেতে চেষ্টা করে। এদিকে তার আতœচিৎকার শুনে চোরটিকে ধরার চেষ্টা করে সুলতানের ছেলে মোস্তফা ও ভাতিজা ইকবাল হোসেন। তাদেরকেও ছুরিকাঘাত করে চোরটি পালিয়ে যায়। পরে সুলতানের পরিবারের লোকজন সুলতানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রক্তক্ষরণে তিনি মারা যান। সীতাকু- থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে বলেন,নিহতের লাশ পোষ্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে চোরের ব্যবহৃত রক্তাক্ত ছুরিও উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে হত্যা মামলা দায়ের হবে বলে জানান তিনি। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ