Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিকানা দ্বন্দ্বে খুন কলেজ অধ্যক্ষ, গ্রেপ্তার ৩

লাশের ৫ টুকরো উদ্ধার হয় কলেজের আঙ্গিনার মাটি খুড়ে

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৬:১৯ পিএম | আপডেট : ৬:২০ পিএম, ৯ আগস্ট, ২০২১

মালিকানা ও কলেজের লাভ্যাংশ নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে খুন করা হয় কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে।
সোমবার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ‘রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’ এর আঙ্গিনার মাটি খুড়ে দেহের ৫ খন্ড ও বিচ্ছিন্ন মাথা রাজধানীর আশকোনার একটি ডোবা থেকে উদ্ধার করে র‌্যাব।
এরআগে গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া সংলগ্ন বেরন এলাকার রূপায়ন মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকেই নিখোঁজ হয় মিন্টু চন্দ্র বর্মণ। নিখোঁজের পর থেকেই তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পায় স্বজনরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে অবশেষে ২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ।
এঘটনায় গ্রেপ্তার করা হয় তিন জনকে। তাদের স্বীকারুক্তি অনুযায়ী র‌্যাব লাশের টুকরো উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রবিউল ইসলাম, মোতালেব ও বাদশা। রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং পার্টনার মালিক তারা।
নিহত মিন্টু চন্দ্র বর্মন (৩৬) কলেজের অধ্যক্ষ ও পার্টনার মালিক। সে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে।
র‌্যাব-৪ এর কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গত ২২ জুলাই আশুলিয়া থানায় ওই শিক্ষক নিখোঁজের জিডি করেন তার পরিবার। ওই ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত শুরু করে।
পরে হত্যাকারী মূলহোতাসহ তিনজন গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের নিয়েই নরংিহপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আঙ্গিনার মাটি খুড়ে মিন্টু চন্দ্র বর্মনের দেহের ৫ খন্ড উদ্ধার করা হয়।
অভিযান শেষে কলেজের সামনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, প্রথমে ৭ জুলাই মিন্টুকে হত্যার পরিকল্পনা করে গ্রেফতার ৩ জন। পরে ১৩ জুলাই স্কুলটিতে কোচিং পরবর্তী সময়ে ১০৬ নম্বর কক্ষে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যাকান্ড ঘটানো হয়। মিন্টু বর্মণের সুনাম ও খুব ভাল শিক্ষক হওয়ায় পেশাগত হিংসা শুরু করেন গ্রেপ্তারকৃতরা।
প্রতিষ্ঠানের লভ্যাংশ নিয়েও তাদের মধ্যে মনমালিন্য ছিল। এরই জের ধরে মিন্টু চন্দ্র বর্মণকে প্রথমে পার্টনার মালিক বাদশা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে রবিউল ও বাদশা মিলে তাকে হত্যা করে স্কুলটির ১০৬ নম্বর কক্ষে ৬ টুকরো করে। এর পর মাথা রাজধানীর আশকোনার একটি ডোবায় ফেলে দেয়। পাশাপাশি ৫ টুকরো স্কুলের আঙ্গিনায় পুতে রাখে। এর পর থেকে রবিউল পলাতক ছিল।
রবিবার মধ্যরাতে রবিউলকে আব্দুল্লাহপুর থেকে, বাদশাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আর মোতালেবকে আশকোনা থেকে গ্রেফতার করা হয়। পরে রবিউলের দেওয়া তথ্যমতে স্কুলের আঙ্গিনা থেকে মিন্টুর শরীরের ৫টি খন্ড উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন জানান, তার সাত বছর ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতেন। তিনি সেখানকার আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন। দুই বছর আগে মিন্টু চন্দ্র বর্মণসহ চারজন মিলে জামগড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেন। যার অধ্যক্ষের দায়িত্বে ছিলে মিন্টু। কিন্তু হঠাৎ ভাই উধাও হয়ে যায়। আজ জানলাম তার পার্টনাররাই তাকে হত্যা করেছে তিনি হত্যাকারীদের কঠোর শাস্তি দাবী করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ