Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কলেজছাত্র খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের বোয়ালখালীতে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। নিহত আলমগীর হোসেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোমদন্ডী ইউনিয়নের পূর্ব খিজিরপুরে এ খুনের ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী খোরশেদ আলমের সঙ্গে জায়গা নিয়ে আলমগীরের বাবা আবদুস সালামের বিরোধ রয়েছে। জায়গা দখলের জন্য রাত একটায় একদল সন্ত্রাসী নিয়ে আসে তারা। এ সময় তাদের বাধা দিলে চলে যাওয়ার সময় আলমগীর হোসেনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে সেখানে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. সৈয়দ ও মাহবুবুর রহমান। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ