Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাওনা টাকা চাইতে গিয়ে খুন

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাইতে গিয়ে রুপন আচার্য্য নামে এক যুবককে খুন করেছে রুবেল দাশ নামে এক মাদক ব্যবসায়ী। গত বুধবার ভোরে উপজেলার চাতরী ইউনিয়নে কৈনপুরা জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর গতকাল বৃহস্পতিবার পুলিশ সুমন দাশ নামের একজনকে আটক করলেও খুনি রুবেল দাশ ও তার ভাইয়েরা পলাতক রয়েছে। রুপন স্থানীয় রাখাল চন্দ্রের ছেলে ও রুবেল একই এলাকার বাবুল জলদাসের ছেলে।

জানা যায়, রুপনের সংসারে অভাব অনটন লেগেই আছে। গত বুধবার ভোরে রুপন পাওনা টাকার জন্য রুবেল দাশের কাছে গেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেলের লোহার চেইনের আঘাতে গুরুতর আহত হয় রুপন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে ভর্তি প্রেরণ করে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে রুপনের মৃত্যু হয়। নিহতের বড় ভাই হরদন আচার্য্য বলেন, আমার ভাই রুবেলের কাছে ৩শ’ টাকা পাবে। এই টাকা চাইতে গেলে রুবেল আমার ভাইকে মারধর করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়। সঠিক বিচার চাই। রুপনের পরিবারে স্ত্রী ২ পুত্র ও ১ কন্যা রয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পাওনা ৩শ’ টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমন নামে একজনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ