Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের সামনে খুন

স্টাফ রিপোটার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

 চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে গৃহবাসীদের হাত পা বেঁধে মজনু হোসেন (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে দূর্বৃত্তরা। একই সময় তারা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গত সোমবার গভীর রাতে টোরাগড় আনোয়ার মিজির বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খুন হওয়া মজনু ওই এলাকার আমিন মিয়ার ছেলে। পেশায় সে একজন গাড়ী চালক। 

মজনুর ছোট ভাই প্রবাসী মফিজের স্ত্রী মাহমুদা বলেন, মফিজ, তার শ^াশুড়ী রুপবানু এবং সে ওই বাড়ির দ্বিতীয় তলায় একটি প্লাটে থাকেন। অন্যদিনের মত রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। মা রুপবানু বলেন, গভীর রাতে আমার ঘরে দু’টি লোক প্রবেশ করে আমার এবং মফিজের স্ত্রী মাহমুদার হাত পা বেঁধে মজনুর কক্ষে যায়। পরে তাদের সাথে আরেকজন যোগ হয়। আমি তাদেরকে সবকিছু নিয়ে যেতে বলি, কিন্তু আমার ছেলের যেন কোন ক্ষতি না করে। পরবর্তীতে দূবর্ৃৃত্তরা মজনুকে ধারালো অস্ত্র দিয়ে গলার মধ্যে আঘাত করে হত্যার পর মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তারা ঘরে থাকা সকল জিনিসপত্র তছনছ করে। মজনুর প্রবাস ফেরৎ আরেক ভাই মন্টু জানায়, তিনিও একই বাড়িতে থাকেন। গতকাল ভোরে ঘরের দরজা খোলা দেখে প্রবেশ করেন এবং সবকিছু এলোমেলে দেখে স্থানীয় কাউন্সিলার এমরান হোসেনকে জানান। এমরান হোসেন তাৎক্ষনিক বিষয়টি হাজীগঞ্জ থানাকে জানায়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পুরো বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে।
চাঁদপুর পিবিআই এর পরিদর্শক আবু বকর বলেন, আমরা এসে যা দেখেছি, তাতে মনে হয়েছে কোন লোক বাহির থেকে এই বাড়িতে প্রবেশ করেছে মনে হয় না। আবার কোন দূর্বৃত্ত ঘর থেকে বাহির হয়েছে এমন কোন চিহ্ন পাইনি। তারপরেও পুরো হত্যার ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। বাড়ির ছাদে দু’টি খালি ব্রিপকেস পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন জানান, মজনুর খুন হওয়ার বিষয়টি খুবই রহস্যজনক। আমরা তদন্ত করে দেখছি। এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাবে না। আমাদের তদন্ত কাজের সাথে পিবিআই সদস্যরা যোগ হয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ