বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল চোর সন্দেহে একজনকে আটকের পর তার সহযোগীদের হামলায় এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার উপজেলার বাইতুল ইজ্জত সংলগ্ন চট্টগ্রাম-বান্দরবান সড়কে এই খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. শফিক মিয়া (৫০) ওই এলাকার বাসিন্দা।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভোরে বান্দরবান সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে তিন ব্যক্তি আসার সময় স্থানীয়রা তাদের একজনকে চোর সন্দেহে ধরে ফেলে। এসময় তার অপর দুই সহযোগী তাকে ছাড়িয়ে নিতে শফিককে রড দিয়ে মাথায় আঘাত করে। শফিককে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটর সাইকেল আরোহী তিন ব্যক্তি পালানোর সময় তাদের মোটর সাইকেলটি নিতে পারেনি। তারা স্থানীয় একজনের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ওসি আনোয়ার বলেন, ওই তিন ব্যক্তি মোটরসাইকেল চোর বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। তাদের ধরতে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।