মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থাই-ডাচ অভিনেত্রী অ্যামেলিয়া অ্যামি জ্যাকবের ৩৩ বছর কারাদন্ড হয়েছে। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের একটি আদালত মাদকের মামলায় সাবেক মিস টিন থাইল্যান্ড জ্যাকবকে ওই দন্ঢ দিয়েছেন। গত শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, প্রেমিকের সঙ্গে অ্যামেলিয়া অ্যামি জ্যাকবকে পুলিশ ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর আটক করে। ওই সময় তাদের কাছ থেকে কয়েক রকমের মাদক উদ্ধার করা হয়েছিল। ২০১৮ সালের ২৮ আগস্ট ওই মামলা থেকে অব্যাহতি পান অভিনেত্রী।
তবে অভিনেত্রীর প্রেমিকের ২৫ বছর চার মাসের কারাদন্ড হয়। সেই সঙ্গে সাত লাখ ৫০ হাজার বাত জরিমানা করা হয়। পরে ওই মামলায় অ্যামেলিয়াকেও দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। মাদক নিরাময় কেন্দ্রে তাকে রাখারও নির্দেশ দিয়েছিলেন বিচারক।
গত বৃহস্পতিবার আদালত সিদ্ধান্তে আসেন যে, অভিনেত্রী মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এজন্য তাকে ৩৩ বছর চার মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জানা গেছে, ছয় লাখ ৬৬ হাজার ছয়শ ৬৬ বাত জরিমানা করা হয়েছে অভিনেত্রীকে। তবে তিনি এখনো পলাতক রয়েছেন। সূত্র : এশিয়া ওয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।