Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় টেলি দুনিয়ার সবচেয়ে দামি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম | আপডেট : ৯:১৩ এএম, ১৯ জুলাই, ২০২২

টেলি দুনিয়ায় এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী প্রায়ই উঠে আসছেন। নানান সিরিয়ালে দেখা যায় তাঁদের। দিনে দিনে মানুষের কাছে সিরিয়াল বিষয়টা খুবই জনপ্রিয় হ য়ে উঠেছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। অনেক সিরিয়ালের গল্পই পুরনো মদ নতুন মোড়কে দেওয়ার মত। কিন্তু তারপরেও মানুষ প্রতিদিন বসে পড়েন টিভির সামনে। শুধু সিরিয়াল নয়, নানা রকম রিয়ালিটি শোও এখন সমান তালে দাপিয়ে বেড়াচ্ছে টেলি দুনিয়া। বহু বড় বড় নামজাদা অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় ছোট পর্দায়। ইন্টারনেটের কল্যাণে হাতের মুঠোয় চলে এসেছে এই সব সিরিয়াল হোক বা রিয়ালিটি শো। মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠছে তা। অনেকেই আবার সিরিয়ালে আসার পেছনে অন্যতম কারণ দেখছেন পারিশ্রমিককেই। বলাই বাহুল্য, ছোট পর্দায় ওড়ে টাকা। আর সেই টাকা ধরতে কে না চায়। কিন্তু আপনি কি জানেন ভারতীয় সিরিয়াল জগতে সবচে য়ে বেশি পারিশ্রমিক নেন কোন অভিনেত্রী? আসুন জেনে নেওয়া যাক। স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’ প্রথম থেকেই টিআরপি দুনিয়ায় রাজ করছে। সেই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এক বঙ্গ তনয়াকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন রূপালি গঙ্গোপাধ্যায়। আপনি কি জানেন, এই অভিনেত্রী প্রতিদিনের জন্য কত টাকা চার্জ করেন? প্রথমে তাঁর প্রতিদিনের পারিশ্রমিক ছিল দেড় লাখ। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখে। টিভি জগতে প্রতিদিনের হিসেবে সবচেয়ে বেশি টাকা আয় করেন রূপালিই। এমনকি রণিত রায় বা রাম কাপুরের মত জনপ্রিয় টিভি অভিনেতাদের থেকেও বেশি টাকা নেন তিনি। রূপালি গঙ্গোপাধ্যায় তাঁর অভিনয় জীবনে প্রথম পা রাখেন ৮ বছর বয়সে। ১৯৮৫ সালের সাহেব সিনেমায় তাঁর অভিনয়ের হাতেখড়ি। ২০০০ সালে সুকন্যা নামে এক সিরিয়াল দিয়ে প্রথম টেলিভিশন জগতে আত্মপ্রকাশ। এছাড়াও সঞ্জীবনী, ভাবী নামক সিরিয়ালেও তাঁকে দেখা গেছে। এছাড়াও আরও অনেক সিরিয়াল ও রিয়ালিটি শোতে দেখা গেছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। ১৯৭৭ সালে কলকাতায় জন্ম এই বিখ্যাত অভিনেত্রীর। পারিবারিক কারণেই ছোট থেকেই সিনেমার প্রতি তাঁর অগাধ টান। বাবা, অনিল গঙ্গোপাধ্যায় ছিলেন নামকরা চিত্রনাট্যকার ও প্রযোজক। কাকা বিজয় গঙ্গোপাধ্যায় ছিলেন বিখ্যাত অভিনেতা। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করলেও সিনেমা জগতের প্রতি রূপালির টান বরাবরেই। সমান তালে চালিয়ে গেছেন থিয়েটারে অভিনয়ও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাটেলি দুনিয়ার সবচেয়ে দামি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ