প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী জুলাইতে ঢাকা আসছেন বলিউডের নায়িকা শিল্পা শেঠী। এক ভিডিও বার্তায় শিল্পী নিজেই এ খবর দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। শিল্পা বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ও এক্সপো ২০২২-এ অংশগ্রহণ করার জন্য আসবেন। ঢাকা শেরাটন হোটেলে এই আয়োজন ২৮ জুলাই থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। এতেই প্রধান অতিথি হবেন শিল্পা। অনুষ্ঠানে তিনি পারফর্মও করবেন। নাচের দল সোহাগ ডান্স ট্রুপের প্রধান ইভান শাহরিয়ার সোহাগ জানান, এই সফরে শিল্পী শেঠি মঞ্চ মাতাবেন নাচে-গানে। তার সঙ্গে থাকছে আমার নৃত্যদল। আমি এই ইভেন্টের সাথে যুক্ত হয়েছি। আয়োজনে শিল্পা শেঠি ছাড়াও বাংলাদেশ-ভারতের আরও বেশ কয়েকজন তারকা পারফর্ম করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।