প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বেশ কিছুদিন বিরতী শেষে আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী অহনা। এখন তিনি আগামী ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে শেষ করেছেন নিয়াজ মাহবুবের পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’ মহিন খানের ‘ক্র্যাশ যখন বিয়াইন’, রিফাত আদনান পাপনের ‘পালাবে কোথায়’ নাটকের কাজ। বর্তমান ব্যস্ততা ও অবস্থান প্রসঙ্গে অহনা বলেন, খুব কম অভিনেত্রীই আছেন যাদের নামে নাটক চলে। আলহামদুলিল্লাহ, আমার সেই অবস্থানটা অনেক আগেই তৈরী হয়েছে। যে কারণে আমার অবস্থান নিয়ে অনেক আগে থেকেই আমি সন্তুষ্ট। একটা সময় আমার অভিনীত অনেক ধারাবাহিক নাটক প্রচার হতো। আমি নিজে থেকেই সেই সময় ধারাবাহিক নাটকে অভিনয় করা বন্ধ করে দেই। এখন শুধু খণ্ড নাটকে অভিনয় করি। এবারের ঈদেও বেশ ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করছি। আগামীতে আরো ভালো কিছু কাজ আসছে। অহনা জানান, গল্প এবং চরিত্র ভালোলাগলে সিনেমাতেও কাজ করবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।