Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:১০ এএম

আজ গুণী অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাসের জন্মদিন। প্রখ্যাত যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎসনা বিশ্বাসের মেয়ে তিনি। সমৃদ্ধ সংস্কৃতি পরিবারে জন্ম নেয়া অরুণা পড়াশোনা করেছেন ভারতেশ্বরী হোমসে। নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। ১৯৮৪ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে অরুণার চলচ্চিত্রে যাত্রা। সেই থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করেন। তার অভিনয় প্রতিভা জন্মগত। অভিনয়ের পাশাপাশি তিনি অনেক নাটক নির্মাণ ও প্রযোজনা করেছেন। সম্প্রতি চলচ্চিত্র পরিচালনায়ও যুক্ত হয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভ’। এটি এখন সেন্সর ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। জন্মদিন নিয়ে অরুণা বলেন, যেহেতু মা, ভাই এবং আমার একমাত্র সন্তান কাছে নেই, তাই জন্মদিন নিয়ে তেমন কোন উচ্ছ্বাস নেই। কোনো রকমে দিনটি পার করব। তবে এখন আমার সব ভাবনা আমার প্রথম সিনেমা ‘অসম্ভব’ নিয়ে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। আমার ভাই মিঠু অনেক কষ্ট করেছে। আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। একটি ভাল সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে অরুণা বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ