প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। দীর্ঘদিন ধরেই দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। জনপ্রিয় এই অভিনেত্রী এবার প্রথমবার কাজ করেছেন মিউজিক ভিডিওতে। আর তাতে নায়ক হিসেবে পেয়েছেন গায়ক ইমরান মাহমুদুলকে। শনিবার (২৪ এপ্রিল) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওটি।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘ঈদের জন্য এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। এছাড়া জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। ভিডিওতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা আমাদের ক্যামেস্ট্রিটা পছন্দ করছেন। কারণ গানটি রিলিজের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
সাবিলা নূর বলেন, ‘অসংখ্য অফার এলেও আগে কখনও মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগলো। আরও ভরসা পেলাম ভিডিওর গল্পটা শুনে। ভাবলাম, এবার নতুন কিছু করা যেতেই পারে। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’
‘তুমি আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা। আর গল্প নির্ভর রোমান্টিক আঙ্গিকে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সাবিলা ও ইমরান দুজনের পর্দার রসায়নে মুগ্ধতা ছড়াচ্ছে নেট দুনিয়ায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।