Inqilab Logo

শনিবার, ১৩ জুলাই ২০২৪, ২৯ আষাঢ় ১৪৩১, ০৬ মুহাররম ১৪৪৬ হিজরী

কোরিয়ান নাগরিককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী তৃণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশের র‌্যাম্প মডেল ও অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ বিয়ে করেছেন এক কোরিয়ান নাগরিককে। গত বৃহ¯পতিবার রাজধানীর শুটিং ক্লাবে কোরিয়ান নাগরিক জিনবো চৈর সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে বাংলাদেশে থাকতে মন চাইছিল না জিনবোর। তবে তৃণর সঙ্গে পরিচয় হওয়ার পর তার মধ্যে পরিবর্তন আসে। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। অবেশেষে সেই স¤পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। জিনবো চৈ বলেন, আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল, ছয় মাসের বেশি থাকতে পারব না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণের সঙ্গে পরিচয়ের পর ধারণা বদলে যায়। এখন আমি নিজেকে বাংলাদেশীই মনে করি। আর বিয়ে করে এ দেশের জামাই হয়ে গেলাম। জিনবো চৈ-কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। তিনি বরেন, আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেন নাটক ও মিউজিক ভিডিওতে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরিয়ান নাগরিককে বিয়ে করলেন মডেল-অভিনেত্রী তৃণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ