Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উবারে চড়ে বিপদে অভিনেত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বলিউডের চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক মানাভা নায়েক অভিযোগ করেছেন যে উবারের একজন চালক তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তাকে হুমকি দিয়েছেন যখন তিনি ট্যাক্সিতে বাড়ি যাচ্ছিলেন। মারাঠি ও হিন্দি ছবিতে কাজ করা অভিনেত্রী শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মুম্বাইয়ের যুগ্ম-পুলিশ অফিসার নাংরে পাতিল লেখেন, আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। পুলিশ সক্রিয় রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। ফেসবুক পোস্টে ঘটনার বিস্তারিত জানিয়ে অভিনেত্রী লেখেন, স্থানীয় সময় শনিবার রাত সোয়া ৮টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে উবারের ট্যাক্সিতে ওঠেন। তারপরই চালক ফোনে কথা বলা শুরু করেন। আপত্তি করা সত্ত্বেও ফোন রাখেননি চালক। কথা বলতে বলতেই গাড়ি চালান। ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করেই গাড়ি চালাতে থাকেন। এক ট্র্যাফিক পুলিশ পথ আটকে গাড়ির ছবি তুলে নেন। তারপর পুলিশের সঙ্গেও কথা কাটাকাটি হয় ওই চালকের। পুলিশ জরিমানা চাইলে পেছনে ফিরে মানাভার উদ্দেশেও চেঁচান ওই ব্যক্তি। অভিনেত্রীকে হুমকি দিয়ে চালক বলেন, ৫০০ টাকা জরিমানা দিন, না হলে কপালে দুঃখ আছে আপনার। কথা কাটাকাটির মুহূর্তে অভিনেত্রী বলেন, গাড়িটিকে থানার সামনে নিয়ে গিয়ে দাঁড় করান। কিন্তু চালক একটি অন্ধকার জায়গায় গিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করেন বলে অভিযোগ। এরপরই নাকি গাড়ির গতি বাড়িয়ে অন্য দিকে নিয়ে যান চালক। এরপর চালক গাড়ির গতি বাড়িয়ে চুনাভট্টি রোড ও প্রিয়দর্শনী পার্কের মধ্যবর্তী একটি পথের দিকে চলে যান। এ সময়ে অভিনেত্রী নিরুপায় হয়ে উবারের নিরাপত্তা পরিষেবায় যোগাযোগ করেন। যখন ফোন করে অভিযোগ জানাচ্ছিলেন, তখন আবারও গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। তিনি থামতে বললেও কর্ণপাত করেননি চালক। উল্টো কাউকে ফোন করতে শুরু করেন। এতে ভয় পেয়ে চিৎকার শুরু করেন মানাভা। দুই বাইক আরোহী ও এক অটোচালক সেটা শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন। এত কিছুর পরও আতঙ্ক যায়নি মানাভার। তিনি লেখেন, আমি এখন নিরাপদ, কিন্তু ভয় কাটেনি। এ বিষয়ে উবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উবারে চড়ে বিপদে অভিনেত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ