Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অভিনেত্রী তারিনের জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

আজ দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন। জন্মদিন নিয়ে তার বিশেষ কোনো আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা যে শুভেচ্ছা জানান, তা তিনি উপভোগ করেন। এছাড়া তার সহশিল্পী, প্রযোজক, পরিচালকসহ সংশ্লিষ্ট সবার ভালোবাসায় সিক্ত হন। বহুমাত্রিক অভিনয়ে তারিন সিদ্ধহস্ত। তার চরিত্র অনুযায়ী তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। আশি দশকে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে তারিনের শোবিজে আগমন। অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। নাচেও তিনি পারদর্শী। এ পর্যন্ত একক ও ধারাবাহিক মিলিয়ে কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন। শমী, বিপাশা, মিমিদের পরবর্তী জেনারেশনে সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী হিসেবে তাকে বিবেচনা করা হয়। অভিনয়ের ক্ষেত্রে বরাবরই তিনি অত্যন্ত চুজি। নাটকের গল্প ও চরিত্রের মান ভাল না হলে অভিনয় করেন না। কখনো গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসাননি। ফলে দর্শকের কাছে তার কদর সবসময় রয়েছে। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে তারিনকে শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ অভিনেত্রী তারিনের জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ