Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলার ক্যান্সারে আক্রান্ত ‘দয়াবেন’ খ্যাত অভিনেত্রী দিশা ভাকানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ বেশ কয়েক বছর ধরেই সনি সাব টিভি চ্যানেলে দাপিয়ে বেড়াচ্ছে এই শো। মজার এই শোয়ের দর্শক দেশজুড়ে ভুরি ভুরি। বিশেষ করে, যাদের অভিনয়ের দরুন এই শোয়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া স্থান পেয়েছিল এবং মানুষের মনে দারুণ প্রভাব সৃষ্টি করেছিল তাঁরা হলেন এই শোয়ের মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাঁরা অর্থাৎ জ্যাঠালাল এবং তাঁর স্ত্রী দয়াবেন। তবে এই শোয়ের কয়েকটি সিজনে দেখা যায় নি দয়াবেন অর্থাৎ দিশা ভাকানিকে। জ্যাঠালাল এবং তাঁর মজার রসায়নে বুঁদ হয়ে থাকতেন দর্শকরা। কিন্তু দিশা ভাকানির অনুপস্থিতে সেই আগের মতো জোশ নেই ধারাবাহিকে, এমনটাই দাবি ভক্তদের। আপাতত দিশার ফেরার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। তবে অভিনেত্রী দিশা অনেক আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। কারণ হিসেবে ছিল মাতৃত্বকালীন ছুটি। তবে তাঁর সন্তান হয়ে গিয়েছে অনেকদিন। তারপরেও অভিনেত্রীর অভিনয়ে না ফেরার কারণ হিসেবে উঠে এসেছে ভয়ানক তথ্য। মুম্বাই সংবাদমাধ্যম অনুযায়ী, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে দয়াবেনের চরিত্রে অভিনয়ের জন্যে তাঁকে অদ্ভুত কণ্ঠ করতে হয়, সেই কারণেই তিনি গলার ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০১০ সালে, দিশা ভাকানি একবার দয়াবেনের অদ্ভুত কণ্ঠের কারণে বলেছিলেন প্রতিবার একই কণ্ঠস্বর বজায় রাখা খুব কঠিন হয়ে পড়েছিল তাঁর পক্ষে, তবে ঈশ্বর সদয় ছিলেন কারণ এটি কখনও তাঁর কণ্ঠের ক্ষতি করেনি বা গলার কোনও সমস্যা তৈরি করেনি। দিনে ১১-১২ ঘণ্টা একটানা শুটিং করতেন তিনি, তাও এরকম কণ্ঠস্বরে। তবে এই কণ্ঠের জন্যই তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগের। বর্তমানে দয়াবেনের চরিত্রটি বিদ্যমান নেই। কারণ অভিনেত্রী আর অভিনয়ে ফিরবেন না। নির্মাতারা এই চরিত্রে নতুন মুখের সন্ধান করছেন। গুজব ছিল যে দয়াবেনের চরিত্রটি ঐশ্বর্য সাখুজা বা কাজল পিসাল অভিনয় করবেন, তবে এখনও নিশ্চিত হয় নি কিছু। তবে, তারক মেহতার চরিত্রে অভিনয় করা শৈলেশ লোধাকেও শচীন শ্রফের পরিবর্তে নেওয়া হয়েছে। এরকম এক একটা জনপ্রিয় চরিত্রের বদল দেখে ভক্তরাও বিরক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলার ক্যান্সারে আক্রান্ত ‘দয়াবেন’ খ্যাত অভিনেত্রী দিশা ভাকানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ