Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসুরের সাথে ঘর করতেই স্বামী খুন

মিঠু হত্যার রহস্য উদ্ঘাটন

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০২ এএম

নাটোর তেবাড়িয়া এলাকার ওমর ফারুক মিঠু (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার কারণে ভাসুরের সঙ্গে মিলে মিঠুকে তার স্ত্রী আম্বিয়া বেগম (৩০) হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ খুন রহস্যের তথ্য উন্মোচন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশের কাছে ও আদালতে রোমহর্ষক এ হত্যাকাÐের বর্ণনা দিয়েছেন আম্বিয়া।

পুলিশ সুপার জানান, গত বুধবার ওমর ফারুক মিঠুর লাশ বাড়ির অদূর থেকে উদ্ধার করে পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে মিঠুর স্ত্রী আম্বিয়া চিৎকার করে ওঠেন এবং বলেন- তার স্বামীকে কে বা করা হত্যা করে ফেলে রেখে গেছে। এ সময় আম্বিয়া জানান- মিঠুর বউ বাড়ি আছ নাকি বলে অজ্ঞাত লোক ডাকতে থাকে। তিনি দরজা খুলে দেখেন সেখানে কেউ নেই। একটু দূরেই তার স্বামীর লাশ পড়ে রয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এ ঘটনায় মিঠুর বাবা আব্দুল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত নামে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে গোপন অনুসন্ধান, লাশের সুরতহাল রিপোর্ট, লাশের অবস্থান, ঘটনার পারিপার্শিকতা, পারিবারিক বিষয় বিশ্লেষণ ও আম্বিয়ার চারিত্রিক বিষয়টি জানতে পেরে তাকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রোমহর্ষক এ হত্যকাÐের প্রকৃত চিত্র।
জিজ্ঞাসাবাদে আম্বিয়া জানান, তিনি মিঠুর তৃতীয় স্ত্রী। তাদের চার বছর আগে বিয়ে হয়েছে। কিন্তু মিঠু ছিল শারীরিকভাবে অক্ষম। এ অবস্থায় মিঠুর বড় ভাই ভাসুর আব্দুল কাদেরের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মিঠু ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করায় প্রায়ই বাড়ির বাইরে রাত কাটাতেন। এই সুযোগে আম্বিয়া ও কাদের মিলিত হতেন। তাদের অবৈধ সম্পর্ক প্রায় চার বছর ধরে চলছিল। একপর্যায়ে কাদের আম্বিয়াকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মিঠু বেঁচে থাকলে তা সম্ভব নয়। এ কারণে দুজন মিলে মিঠুকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে মিঠুকে পান্তা ভাতের সঙ্গে তিনটি ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেয়া হয়। এরপর মিঠু গভীর ঘুমে তলিয়ে গেলে রাত দেড়টার দিকে আব্দুল কাদের ঘরে ঢুকে মিঠুর গলায় গামছা দিয়ে ফাঁস দেন। এ সময় আম্বিয়া মিঠুর দুই পা চেপে ধরে থাকে। প্রায় ১০ মিনিটে ঘুমের মধ্যে মিঠু মারা যায়। মৃত্যু নিশ্চিত করে লাশ গুমের জন্য বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে ফেলতে দুজন মিলে লাশ নিয়ে গেটের বাহিরে বের হলে রাস্তায় রাতে চলা একটি গাড়ীর সামনে ভড়কে যান। এ সময় বাড়ির অদূরেই মিঠুর লাশ ফেলে রেখে তারা বাড়িতে ফিরে আসেন। এরপর মিঠুর স্ত্রী চিৎকার করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে সকলকে জানান।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আম্বিয়ার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আব্দুল কাদেরকে (৪২) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অপরদিকে আম্বিয়া হতাকাÐের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, নাটোর সদর থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম ও ডিবির ওসি আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 



 

Show all comments
  • গোলাম মোস্তফা ১০ জুন, ২০২০, ৩:০৪ এএম says : 0
    তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • গোলাম মোস্তফা ১০ জুন, ২০২০, ৩:১৬ এএম says : 0
    তালাক দিলেই তো হতো, মারার কি দরকার ছিলো ?
    Total Reply(0) Reply
  • siblu sadik ১০ জুন, ২০২০, ৯:১৪ এএম says : 0
    স্বামী অক্ষম হয়লে নিজের মা কে জানায়ে তালাকের মাধ্যমে অন্য স্বামী গ্রহণ করায় ছিল তার উত্তম কাজ মেরে ফেলে দিয়ে তো আপনার যা হয়লো - সম্মানের ক্ষতি, সমাজের ঘৃণিত ব‍্যক্তি, দুইটা পরিবার নষ্ট করা এতে আল্লাহর আদালতে আপনার জঘন্য পাপ হয়লো। কি দরকার ছিল মেরে ফেলার । যেখানে হাজার হাজার সমস্যা সেখানে কোটি কোটি সমাধান ও রয়েছে। তারমানে বুঝা গেল আপনি দুনিয়ার লোভ সামলাতে পারেননি।
    Total Reply(0) Reply
  • Naim Uddin ১০ জুন, ২০২০, ১২:১৩ পিএম says : 0
    Manuser moddhe theke monusotto haiya gese
    Total Reply(0) Reply
  • Billal Hossain ১০ জুন, ২০২০, ১২:১৪ পিএম says : 0
    Takey fasi dea houk
    Total Reply(0) Reply
  • Rabiul Islam ১০ জুন, ২০২০, ১২:১৪ পিএম says : 0
    ai mohila nari jatir kolongko
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ