Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ মিষ্টার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১:৪৮ পিএম

বগুড়ায় সন্ত্রাসী হামলায় নিহত হল স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিষ্টার ( ৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী শুক্রবার নিজ এলাকা শাকপালা মোড়ের স্থানীয় জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে যান আবু হানিফ।
ওজুখানায় ওজু শেষ করে মসজিদে প্রবেশের সময় দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী তার ওপর চড়াও হয়ে কোপাতে থাকে।
এসময় সেখানে উপস্থিত মুসল্লীরা হতভম্ব হয়ে এই লোমহর্ষক দৃশ্য দেখতে বাধ্য হয়।
কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা বীর দর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরীক্ষা করে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা দেন ডাক্তাররা।
জিয়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ