নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গতিদানব উসাইন বোল্ট’কে চেনেন না-এমন মানুষ ক্রীড়াজগতে খুব কমই আছেন। জ্যামাইকান এই স্প্রিন্টার নিজ ক্যারিয়ার সমৃদ্ধ নানা অর্জনে। খেলা থেকে অবসর নিলেও পিতৃত্বের স্বাদটা পাওয়া হয়নি এতদিন। সেই অতৃপ্তিও এবার ঘুচলো উসাইন বোল্টের। প্রথমবারের মতো সন্তানের পিতা হলেন ইতিহাসের দ্রুততম মানব। তার বান্ধবী ক্যাসি বেনেট গত রোববার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
জ্যামাইকান কিংবদন্তি এই স্প্রিন্টার গত মার্চ মাসেই বাবা হওয়ার আগাম সুখবরটা দিয়েছিলেন। তার সন্তানলাভের পর জ্যামাইকান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, জ্যামাইকান প্রধানমন্ত্রী অ্যান্ড্র হোলনেস। তিনি বোল্ট ও তার বান্ধবীকে অভিনন্দন জানিয়েছেন টুইটারে। প্রায় ৬ বছর ধরে ক্যাসি বেনেটের সঙ্গে বোল্টের সম্পর্ক । যদিও বোল্ট গোপন করে রেখেছিলেন সব কিছু। ২০১৭ সালে বোল্টের অবসর ঘোষণার পরই দুজনের প্রণয়ের খবরটি জানাজানি হয়। পুরুষদের স্প্রিন্টে প্রায় এক দশক রাজত্ব করে বোল্ট অবসর নেন ২০১৭ সালে। এর আগেই তিনি ইতিহাস গড়েন ২০১৬ সালের অলিম্পিকে। ১০০ ও ২০০ মিটারে টানা তিন অলিম্পিকেই স্বর্ণ জয়ের কৃতিত্বটা একমাত্র বোল্টের-ই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।