Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নপূরণের পথে বোল্টের আরেক ধাপ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

অফিসিয়ালি ম্যাচটির কোন গুরুত্ব নেই। কিন্তু উসাইন বোল্টের কাছে এটি ছিল নিজেকে প্রমাণের সবচেয়ে বড় সুযোগ। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। এ-লিগের প্রাক মৌসুম ম্যাচে সেন্ট্রাল কোস্ট ম্যারিনারের হয়ে প্রথমবারের মত শুরুর একাদশে সুযোগ পান জ্যামাইকান গতি তারকা। ম্যাকার্থার সাউথ ওয়েস্টের বিপক্ষে ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ম্যারিনার। সেখানে তৃতীয় ও চতুর্থ গোল দুটি বোল্টের।

প্রথমবারের মত একাদশে সুযোগ পেয়ে পেশাদারি ফুটবলে প্রথম গোলের দেখাও পেলেন আটবারের অলিম্পিক স্বর্ণ বিজয়ী। যেটাকে তিনি মনে করছেন ফুটবলার হওয়ার স্বপ্নে আরেক ধাপ এগিয়ে যাওয়া। ম্যাচ শেষে ৩২ বছর বয়সী বজ্রবিদ্যুত নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘প্রথমবারের মত একাদশে থেকে ম্যাচ শুরু করা, প্রথম গোল, এর অনুভূতিটা দারুণ। আমি খুশি। যদি আমি এখানে নিয়মিত থেকে বিশ্বকে দেখাতে পারতাম যে আমি উন্নতি করছি! ভালো খেলতে এবং আমি ম্যারিনারের দলের একজন হতে আশাবাদী।’

বোল্ট সম্পর্কে অ্যাস্টন ভিলা থেকে ধারে খেলতে আসা সতীর্থ ম্যাককর্ম্যাকের মূল্যায়ন, ‘উসাইন বোল্টের সবচেয়ে ভালো দিকটা হলো সে খুবই নম্র। ছেলেদের সঙ্গে সে মিশে গেছে। এখানে আমার প্রথম দিন থেকে এই পর্যন্ত সময়ে দেখেছি তার মাঝে অনেক পরিবর্তন এসেছে।’

ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণের পথে ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী বোল্ট এর আগে অনুশীলন করেছেন জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, দক্ষিণ আফ্রিকান ক্লাব সুন্ডাউন্স ও নরওয়ের স্ট্রোমগডসেট ক্লাবে। ২০১৭ সালে অ্যাথলেটিকস থেকে বিদায় নেয়ার পর বোল্ট অনেকবারই বলেছেন ফুটবলার হওয়া তার একটা ‘স্বপ্ন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোল্ট

৮ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ