মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে যে পাকিস্তানে নতুন সরকারের সূচনার ফলে দুই দেশের মধ্যকার শক্তিশালী সম্পর্ক পুনঃগঠনের জন্য ‘পৃষ্ঠা উল্টিয়ে নতুন যাত্রার’ সুযোগ সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক বিবৃতিতে এ কথা জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আমন্ত্রণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ওয়াশিংটন সফর করেন। তিনি ইসলামাবাদ ফেরার আগে পম্পেইও ও জন বোল্টনের সাথে আলাদাভাবে সাক্ষাত করেন।
বৃহস্পতিবার বিকেলে নতুন জাতীয় সন্ত্রাসপ্রতিরোধ কৌশল নিয়ে মিডিয়ায় আলাপকালে বোল্টন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে তিনি পম্পেওর সাথে আলোচনা সম্পর্কে তেমন কিছু বলেননি।
তিনি বলেন, বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এই ব্যাপারে যে পাকিস্তানে নতুন সরকার গঠিত হওয়ায় আগের জটিলতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
বোল্টন বলেন, ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
গত সপ্তাহে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোরেশির হ্যান্ডশেক করার ব্যাপারে বোল্টনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অনেক পাকিস্তানি মিডিয়া একে বৈঠক হিসেবে অভিহিত করেছে। এ নিয়ে বোল্টন বলেন, আমি মধ্যাহ্নভোজে ছিলাম না। ফলে আমি জানি না। তবে পররাষ্ট্রমন্ত্রী যদি এগিয়ে এসে নিজেকে পরিচয় করিয়ে থাকেন, ও হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন, তবে প্রেসিডেন্টও তার সাথে হাত মেলাবেন।
আরেক প্রশ্নের জবাবে বোল্টন বলেন, পম্পেও ও তিনি অ্যাবোটাবাদে আল-কায়েদার গোপন আস্তানার সন্ধানদাতা ডা. শাকিল আফ্রিদির মুক্তির ব্যাপার নিয়ে আলোচনা করেছেন।
কোরেশি ফক্স নিউজের সাথে এক সাক্ষাতকারে ডা. আফ্রিদির মুক্তির সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, আমাদেরকে আইনিব্যবস্থা অনুসরণ করতে হবে। সূত্র: নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।