বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরণখোলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ভগ্নিপতি ও ভাগ্নের হাতে নির্মমভাবে খুন হয়েছেন সবুর শিকদার (৪৫) নামে এক ব্যাক্তি। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার ধানসাগর গ্রামের শামসু শিকদারের ছেলে সবুর শিকদারের কাছে ১২ হাজার টাকা পাওনা ছিল তার ভগ্নিপতি আলতাব শেখের। বেশ কিছুদিন ধরে টাকা আদায় নিয়ে উভয়ের মধ্যে দেন দরবার চলছিল। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে আলতাব শেখ (৪৫) ও তার ছেলে প্রিন্স শেখ (২৮) মিলে সবুরের মাথায় লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সবুরের মৃত্যু হয়।
এ ব্যাপারে ওসি এসকে আব্দুল্লাহ্ আল সাইদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যাকারীরা ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে। তাদেরকে ধরতে অভিযান শুরু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।