শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
করোনার কবিতা
করোনা তুমি কদম হয়ে যাও
নূ রু ল হ ক
হে মানুষ। বলো আজ কোথায় তোমার দম্ভ।
অনু সম একরত্তি ভাইরাস। তাতেই কাবু তুমি
এক এক করে খসে পড়ে সব মানবিক স্তম্ভ
মৃত্যুর মিছিল, শহর নগর, জনপথ বিস্তৃর্ণ ভূমি
চীন থেকে সেই দারুচিনি দ্বীপ। এশিয়া মাইনর
সাদা কালো লাজ নম্র দীঘল আর পুষ্পিত ইরান
জ্ঞানভারে নুয়ে পরা অতি পÐিত। শূন্য করে ঘর
পিষ্ঠ বুঝি করোনা পদতলে হায়, সবকিছু বিরান
ইতালি আজ মিতালী করে মৃত্যুর সাথে অনায়াসে
সমগ্র ইউরোপ যেন প্রেতের নগরী, মৃত্যুপুরী
ভেঙে পড়ে ধীরে মানব সভ্যতা করোনা সন্ত্রাসে
মার্কিন মুল্লুক জুড়ে হাহাকার, কিসের বাহাদুরী
যদি পারো আণবিক বিষ্পরণে গুড়িয়ে দাও
করোনা কদম কিংবা বিষের অনুগত আস্তরণ
চোখের পলকে তার রুক্ষ দেহ হয়ে যাক উধাও
আমরা সবাই মানবিক হবো। এই করেছি পণ।
করোনা তুমি কদম হয়ে যাও, তুলে নেব বুকে
প্রেম হবে তোমার সাথেই। যে যা বলুক নিন্দুকে
জীবনের মহাদুঃখ
মা মু ন সু ল ত ান
প্রতি প্রত্যুষে জেগে যে প্রত্যাশা নিয়ে চোখ খুলি
ভোরের ভোমরা হয়ে বসি ফলবন্ত ফুলের ডগায়
সেই ফুল্লরা পেখম উড়ন্ত ঊষার চুমু খেয়ে
আজকাল কেউ দাঁড়ায় না এলোমেলো চুলে
চোখ কচলাতে কচলাতে কেউ বলে না সুপ্রভাত
ঊষার দুয়ার মেলে দুতলার সিঁড়ি ভাঙে না কেউ
কলেজ পড়ুয়া তিন্নি নেকাব টানতে টানতে আর
আড়চোখে তাকায় না হৃদয়ে রক্তক্ষরণ চোখে
চুল আঁচড়াতে আঁচড়াতে হাত থেকে আর পড়ে না রুমাদির লালচিরুনি; সব প্রেম বন্ধ্যা হয়ে গেছে
অক্টোপাস হয়ে আছে বন্ধ জীবনের চৌকাঠ
তিমির ক্রন্দনে চোখ ফুলে ফুলে লাল হয়ে গেছে
অযতেœ রয়েছে পড়ে অফিসকালীন গহনা শাড়ি লিপস্টিক আর টিপে স্যাঁতা পড়ে গেছে
বহুদিন খোলা হয়নি মেকাপ বক্সের চাবি
খোঁপায় বেঁধেছে দিনা বন্দি জীবনের মহাদুঃখ
আজকাল কোথাও নেই হাসিখুশি সরস সকাল
বাসিফুলের মতোন নির্জীব আজিকার চারিধার
উবে গেছে আমাদের প্রত্যাশার প্রগাঢ় প্রসূন
নষ্ট ঘড়ির মতোন থেমে আছে আমাদের অষ্টপ্রহর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।