Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিতা গুচ্ছ

| প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

ভয়

রেশম লতা
ঘাসের ঘ্রাণে প্রথম তোমাকে শুঁকা
তুমি নির্লজ্জের মত আমার ছায়ায় বসেছিলে
আমি ডুবে ছিলাম সঞ্চিত বিস্মৃতির মোহরে
অবাক হাওয়ারা উঠোনে ছড়ানো জালের মত আমায় আটকে ধরেছিল ঠিক তোমার লোমশ বুকের ন্যায়।
সে অনেক আগের কথা কইড়য়ের ডালে হলদে পাখি
যেমন চেয়ে থাকে শূন্য পাতায়
তেমনি কুয়াশা ঢাকা পথে আমি হাঁটি
শিশির এড়িয়ে যাওয়া মুশকিল
তবু, প্যাডে লেখা গোপন চিঠি নীল খামে উড়িয়ে দিই
ওসব তো শুধুই চুলখোলা আকাঙ্ক্ষা।
ইচ্ছেরা পড়ে থাকে স্কুল পালানো ছেলের পায়ের ছাপে
বাঁশঝাড়ের কবর তখনো ছিল কাঁচা
আমি কোন সভা করিনি, যাইনি মিছিলে
দড়ি ছেঁড়া বাছুর যেভাবে ছুটে সেভাবে আমিও ছুটেছি
কেবল তোমাকে হারানোর ভয়ে!
চৈতন্যের দ্বিধা প্রকৃতিকেও রুখে দেয়
আকাশের চাঁদ কখনো ভান ধরে না মেঘ সরানোর!

 

স্মৃতি অবগাহন
মাসুদ চয়ন
আলতো আলো আলতো ছায়ায় দুলছে সাদা মেঘ-
মেঘের মতো স্নিগ্ধ ছিলে- দিন কেটেছে বেশ-
বৃষ্টি হয়ে যাও দিয়ে যাও মূর্ছনা উদ্যম,
ভিজুক জীবন ক্লান্ত মনন, মুছুক ক্ষতের ওম-
ব্যথার খেয়ায় যাচ্ছি ভেসে
যাপন নামের ঢেউয়ে, ঢেউয়ের স্রোতে ব্যথার রোদন দেখলো না আর কেউ যে। পথিক আমি দূর অজানার কোথায় তোমায় পাবো- অচেনা পথ,আকাশ,পাহার আঁধার জমকালো।

 


কান্না
আজহার মাহমুদ
শব্দ ছাড়া কান্না করি আমি, কান্না করি বালিশে মাথা রেখের, আমার কান্না কেউ না দেখলেও
ভেজা বালিশটা অনেকেই দেখে।
কান্নায় আমার চোখের জল শুকিয়ে যায়
তবুও কান্নার কারণ পাই না খুঁজে,
কারণ ছাড়াই আমি রোজ কান্না করি
সেটা হোক বুঝে কিংবা না বুঝে।

 

একটা সকাল
খাদিজা বেগম কান্তা
এই যে সকাল মেঘলা হয়ে এলো
মন খারাপের বিষণন এক দিন
হেমন্তের এই মাঝ দুপুরটা এসে
ব্যস্ত শহর নির্জনতায় লীন।
এই যে আমার ভাল্লাগেনা কিছু
মেঘলা আকাশ হয় যদি গো কালো, জীবন নামের শূন্য মনের খাতায়, ভীষণ রোগে সবই এলোমেলো।
হঠাৎ যদি একটা ভালোবাসা
মনের ঘরে উঁকিঝুকি মারে,
হয় কি-গো প্রেম কষ্ট পাহাড় ঠেলে, ঠাঁয় দাঁড়ানো যায় কী পাহাড় সরে?
কিন্তু জানি বুকের গহীন কোনে
হঠাৎ এসে প্রবল বাতাস বয়,
আবার এসে হারিয়ে যাবে জেনেও
নিজের ভাবা সত্যি সহজ নয়।
এই যে জীবন একলা স্রোতে ভেসে
গন্তব্যহীন একটা ঠিকানায় -
হঠাৎ যদি সর্বনাশে ঢেকে
কঠিন ভুলে শোধরে নেবার দায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবিতা গুচ্ছ

৯ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
৮ জুলাই, ২০২২
২২ এপ্রিল, ২০২২
৩ জানুয়ারি, ২০২০
৪ জানুয়ারি, ২০১৯
১৪ এপ্রিল, ২০১৮

আরও
আরও পড়ুন