Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভাইয়ের হাতে খুন মুদি দোকানি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৯:১৮ পিএম

করোনা সংক্রমণ আতঙ্কের মধ্যেও পারিবারিক কলহে চট্টগ্রামে ভাইয়ের হাতে খুন হয়েছেন ভাই। নিহতের নাম মো. শফিকুর রহমান (৩৪)। রোববার চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি লোহাগাড়া উপজেলা কলাউজান ইউনিয়নের মরহুম ইছহাক মিয়ার পুত্র। পেশায় তিনি মুদি দোকানি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গত ২৫ মার্চ বসতভিটার জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বড় ভাই রফিক দুই ছেলেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শফিকুরের ওপর হামলা করে।
এতে তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রী কহিনুর বেগমও আহত হন। দু’জনকে রাতেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রফিক স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে তালা দিয়ে পালিয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ